আজমিরীগঞ্জে বজ্রপাতে নিহত ১

এস কে কাওছার আহমেদ,আজমিরীগঞ্জ প্রতিনিধি।।আজমিরীগঞ্জে বজ্রপাতে আলমগীর মিয়া(৪০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
একই সময় একই এলাকার দুজন গুরুতর আহত হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ৯ টার দিকে বাড়ির পাশে জমিতে গরু চড়াতে যান আলমগীর মিয়া নামে ঐ ব্যাক্তি। সকালে মুষলধারে বৃষ্টির মধ্যেই বজ্রপাত শুরু হয়।গরুকে ঘাস চাষকৃত জমিতে বেঁধে রেখে আসার পথে বজ্রপাতে আহত হয়ে মাঠিতে লুটিয়ে পরে আলমগীর।
একই সময় একই এলাকার আমির হোসেন মিয়ার তৃতীয় শ্রেনীতে পড়ুয়া ছেলে মিনাদুল নামে (৯) বছরের শিশু বাড়ীর পাশে খেলতে গিয়ে আহত হয়।পাশের সৌলরী গ্রামে ইজু মিয়ার স্ত্রী ফুলনাহার( ৩০) নামে মহিলা বাড়ীর সামনে দাড়ানো অবস্থায় বজ্রপাতে আহত হয়।
আহত মিনাদুলকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক।
ফুলনাহার কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানা গেছে। খবর পেয়ে স্থানীয়রা ও পরিবারে লোকজন তাৎক্ষণিক আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত চিকিৎসক আলমগীর কে মৃত ঘোষণা করে।
আলমগীর মিয়া (৪০)কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর নতুনহাটি গ্রামের কদ্দুস মিয়া পুত্র। ভোর সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিলো ঐ এলাকায়। বাড়ির পাশে থাকা ঘাস চাষকৃত জমিতে গরু চড়াতে গিয়ে ফেরার সময় বৃষ্টির মধ্যে দৌড়ে বাড়ী ফেরার চেষ্টা করে সে।
বাড়ী সামনে আসার পরই হাটা অবস্থা হটাৎ করে বজ্রপাত হয়। বজ্রপাতের সাথে সাথে মাটিতে লুটিয়ে পরে আলমগীর মিয়া। একই সময় একি এলাকায় মিনাদুল মিয়াও খেলতে ছিলো বাড়ীর পাশে। খেলার মধ্যেই সেও মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা ও পরিবারের লোকজন তাৎক্ষণিক আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক আলমগীর মিয়া কে মৃত ঘোষণা করেন। মিনাদুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।ফুলনাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।একই সময় আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে দুটি মহিষ হাওরে বজ্রপাতে মারা যায়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বজ্রপাতের মৃত্যু বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।