জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামের সামনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
(২২ মে) বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্যাহ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আফজল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।পরে অতিথিরা মেলায় বিভিন্ন স্টলের উপকরণ ঘুরে দেখেন।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, ছয়দিন ব্যাপী মেলায় বিভিন্ন স্টলে কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন রকম ফলজ, বনজ গাছের চারা প্রদর্শন করা হয়েছে।
Leave a Reply