জাফলংয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার:: সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জুন) বেলা ২ টার দিকে স্থানীয় নৌকা চালকরা তার মরদেহ উদ্ধার করেন।
মারা যাওয়া কিশোর মাহিন (১৫) চট্টগ্রাম জেলার বায়োজিদ বোস্তামি থানার শহীদ পাড়া গ্রামের জামিল আহমদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যদের সাথে সিলেট বেড়াতে এসে জাফলং বেড়াতে যায় মাহিন।দুপুর ১টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় সে। প্রায় পৌণে এক ঘন্টা চেষ্টা চালিয়ে নৌকার মাঝিরা তার লাশ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, জাফলংয়ে গোসলে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করা হয়েছে।