সহপাঠীকে ধ*র্ষণের অভিযোগে শাবির দুই ছাত্র আ*টক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রীকে অচেতন করে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগ উঠেছে তার দুই সহপাঠীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে।
আটককৃত শিক্ষার্থীরা হলেন- শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থ। তারা শাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর ধর্ষণের লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ মে সন্ধ্যায় সহপাঠী শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থের সঙ্গে শহরে কনসার্ট দেখতে যাচ্ছিলেন ওই ছাত্রী। কনসার্টে যাওয়ার পূর্বে তারা ওই ছাত্রীকে সুরমা এলাকার একটি মেসে নিয়ে যান। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীকে অচেতন করে ধর্ষণ করেন আদনান এবং পার্থ। তারা ঘটনার ভিডিও এবং মেয়েটির নগ্ন ছবিও ধারণ করেন। পরে ওই ভিডিও ও নগ্ন ছবি দেখিয়ে আদনান এবং পার্থ ভুক্তভোগী শিক্ষার্থীকে নিয়মিত ব্ল্যাকমেইল করছিলেন। ঘটনা কাউকে জানালে ভিডিও ও ছবি অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেন তারা।
বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ করলে প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ আদনান এবং পার্থকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যায়। এরপর প্রক্টরের সঙ্গে আলোচনা শেষে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর হক দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এখনো মামলা দায়ের হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা পেয়েছি আমরা। বর্তমানে অভিযুক্তরা পুলিশ হেফাজতে আছে। মামলার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।