এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ প্রতিনিধি।। জমকালো আয়োজনে দীর্ঘ ১৫ বছর পর উৎসাহ উদ্দীপনায় গণতান্ত্রিক উপায়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ও দায়িত্বে রেখে গোপন ব্যালটের মাধ্যমে আজমিরীগঞ্জ পৌর বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত।
কর্মীদের ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. নেকদার আলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কুতুব উদ্দিন।
বুধবার (১২ ই ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত স্থানীয় পৌর শহিদ মিনার মাঠ সংলগ্ন বিআইডব্লিউটিএ ভবনে ব্যালট পেপারে মাধ্যমে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্টিত হয়।
ভোট গ্রহন শেষে যাচাই বাচাই করে নির্বাচিতদের ফলাফল বিকাল ৫ ঘঠিকায় প্রধান নির্বাচন কমিশনার পৌর শহিদ মিনার মাঠে সম্মেলনস্থলে কাউন্সিলের ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে ৫ টি পদের ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে দুই জন, সহ-সভাপতি পদে দুই জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দুই জন ও সাংগঠনিক সম্পাদক পদে দুই জন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। পৌর বিএনপির সভাপতি পদে মো. নেকদার আলী (আনারস প্রতীকে) ১৯৪ ভোট, সাধারন সম্পাদক পদে কুতুব উদ্দিন (মাছ প্রতীকে) ২৫৩ ভোট, সহ-সভাপতি পদে রাজু নাগ (জগ প্রতীকে) ২১৭ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নাইমুল আলম নাঈম ( কলস প্রতীকে) ২২৯ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে আরফান আলী ( মাইক প্রতীকে) ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দী সাবেক সভাপতি ফজলু মিয়া ( চেয়ার প্রতীকে) পেয়েছেন ১৭৯ ভোট ও আব্দুস সত্তার মিয়া( ছাতা প্রতীকে) পেয়েছেন ৪২ ভোট। সভাপতি পদে বাতিল ভোট ৩০ টি। সাধারণ সম্পাদক পদে সাহিদুল ইসলাম ( হরিণ প্রতীকে) পেয়েছেন ১৭১ ভোট, সাধারণ সম্পাদক পদে বাতিল ভোট ২১ টি। সহ-সভাপতি পদে জাহাঙ্গীর আলম ( তারা প্রতীকে) পেয়েছেন ১৯৯ ভোট, সহ-সভাপতি পদে বাতিল ভোট ২৯ টি। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাজিব হাসান ( আম প্রতীকে) পেয়েছেন ১৯৭ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বাতিল ভোট ১৯ টি এবং সাংগঠনিক সম্পাদক পদে মিটন মিয়া (মোটর সাইকেল প্রতীকে) পেয়েছেন ২০৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে বাতিল ভোট ২৩ টি। কাউন্সিলে ৫শ’ ১৩ জন ভোটারের মধ্যে ৪শ ৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সম্মেলনকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে উচ্ছাস । নেতাকর্মীদের মাঝে বইছিলো উৎসবের আমেজ। ব্যানার, পোস্টার ও ফেস্টুনে সাজানো হয়েছে ভোট কেন্দ্র ও সম্মেলনের মাঠ । এছাড়া সম্মেলন মাঠের প্রবেশ পথদ্বারে তৈরী করা হয়েছে কেন্দ্রীয় নেতাদের স্বাগতম গেইট।
কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনারের এডভোকেট মুদ্দত আলী, নির্বাচন কমিশনার এডভোকেট মো. আবুল ফজল ও এডভোকেট আফজাল হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব( আব্দুল্লাহ)
সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ জনফুল মিয়া ও সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম- আহ্বায়ক খালেদুর রশীদ ঝলক।
সম্মেলন শুরুতে কোরআন তেলওয়াত, জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলন করেন আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেন, দলের কোন ভাই নেই, দলের ভাই একজন তিনি হলেন তারেক রহমান। তারেক রহমানের বাহিরে দলে কোন ভাই সৃষ্টি করা যাবে না। আগের দিন আগেই বাঘে খেয়েছে। দরে যারা নির্বাচিত হযেছেন খেয়াল রাখবেন এই দল জিয়াউর রহমানের দল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কষ্ট, শ্রমে ঘামে প্রতিষ্টিত হচ্ছে। এই দল আমাদের অহংকার। তারেক রহমানের নেতৃত্বে এই দলে নেতৃত্ব দেয়া। এই দলে থেকে কোন অন্যায় করা যায় না। জোর করে মানুষের হক যারা কেড়ে নিতে চান আপনাদের শেষ রক্ষা বিএনপিতে হবেনা। ৪০ বছর ধরে এই দলের কর্মি আমরা। দল প্রশ্নবিদ্ধ হয় তেমন কাজ আমরা গ্যাতস্বারে করিনা। দলকে বাদ দিয়ে তারেক রহমানকে বাদ দিয়ে খালেদা জিযাকে বাদ দিয়ে বিএনপি এগুতে পারবে না। তাই আমরা সকলে সতর্ক তাকবো। আমরা মানুষকে ভালেবাসতে হবে। মানুষের ভালোবাসায় শিক্ত হয়ে তারেক রহমান যাকে ধানের শীষ দিবেন আমরা একসাথে সবাই তার পক্ষে কাজ করে এই আসনটি বিজয়ের রেজাল্ট শিট খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে তুলে দিতে চাই।
আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এম ইসলাম তরফদার তনু, এডভোকেট হাজ্বি নুরুল ইসলাম, হাজ্বি এনামুল হক, কামাল উদ্দিন সেলিম, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারন সস্পাদক সামছুল ইসলাম মতিন, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারন সম্পাদক এস এম আওয়াল, বানিয়াচং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা হাদি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাহিদ হোসেন, সাবেক সাধারন সম্পাদক ফরহাদ হেসেন বকুল, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক মোহন মিয়া তালুকদার, যুগ্ম-আহব্বায়ক সামছুল আলম। জেলা যুবদল আহব্বায়ক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সাবেক জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কুহিনুর আলম, সদস্য সচিব শফিকুর রহমান সেতু, জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা মহিলা দল সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারন সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহব্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি আইনুল হক রেজা প্রমুখ।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply