সর্বদা প্রফুল্ল চিত্তে চলতে পারলে লাগে ভালো,
কিন্তু, তা যায় কি চলা অনবরত আসে কালো।
অঝোর ধারায় বৃষ্টি পড়লে মিষ্টি মধুর লাগে ক্ষণ,
দুঃখ যদি বিরামহীন কেমনে বাঁচে সেই জীবন।
আঁকাবাঁকা রাস্তা ভেঙে পাড় হওয়া কঠিন কাজ,
সংসার হলে এলোমেলো সতত পড়ে মাথায় বাজ।
অনবরত ধিক্কার যদি আসতেই থাকে থামে না,
তাহলে যে ধৈর্যের বাঁধ, যায় ভেঙে যায় থাকে না।
জরা-খরা, রোগ-মরা, মন্দা-গান্ধা, খবরের নেই শেষ, ঝগড়া-বিবাদ, ফেতনা-ফ্যাসাদ, এরাও চলে বেশ।
সদা সর্বদা তাই আসুক যা বিশ্ব-বাসীর কল্যাণকর,
নিপাত যাক মিটে যাক দ্বন্দ্ব যত, সর্পের মতই বিষধর।
হায়! অনবরত আসে যদি শান্তির জায়গায় অশান্তি,
ভালো যা সব হারিয়ে হেথায়, নামে সদাই ভুল ভ্রান্তি।
হে প্রভু, দাও তুমি দাও হরহামেশা ভালো যত মঙ্গলের, নাও তুলে নাও বালা-মুসিবত আছে যত এই জগতের।
লেখক
মহসিন আলম মুহিন
Leave a Reply