সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সঞ্জয় রায় চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দুধবহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সঞ্জয় রায় চৌধুরী বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক এবং আওয়ামীলীগের মনোনয়নে পরপর দুইবার জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।যদিও তিনি উপজেলা আওয়ামীলীগের কোনো কমিটিতে নেই, তবুও একজন প্রভাবশালী আওয়ামীলীগ নেতা হিসেবে এলাকায় পরিচিত। তিনি সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ঘনিষ্ঠ ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় ছিলেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, ‘ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।
Leave a Reply