হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। উড়ে গেছে ঘরের টিনের চাল। গাছ উপড়ে ও ডাল পড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনায় ৮ টি গরুর মৃত্যু ও ১০ টি গরু নিখোঁজ। শনিবার ( ১৭ মে ) দুপুর ১টার দিকে এ ঝড় শুরু হয়।
জানা যায়, বৈশাখ মাসের শেষদিকে কৃষকদের গরু হাওরে ছেড়ে দেওয়া হয় ঘাস খাওয়ার জন্য, সমস্ত ধান কেটে শেষ হলে। উন্মুক্তভাবে গরু ঘাস খায় ঘাস খাওয়ার পর বিকাল বেলায় গরু যার যার বাড়িতে চলে আসে। প্রতিদিনের ন্যায় শনিবার দুপুর একটার দিকে লাখাই উপজেলায় ধলেশ্বরী নদীর শাখা নদী, সুতাংনদী পারাপার হওয়ার সময় নদীতে মাছ ধরার জন্য জাল ও গাছের ডাল বাস গরু চলাচলের রাস্তায় রেখে যা দেওয়া হয় মাছের জন্য সেই গাছের ডাল বাস জালে আটকা পড়ে মারা গেছে কৃষকের গরু।
কৃষকরা জানায়, গাছের ডাল ও বাঁশ দিয়ে মাছ ধরার জন্য যে যাক দেওয়া হয় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল জালে আটকা পড়ে আটটি গরুর মৃত্যু হয়। এসময় আরো আটটা থেকে দশটি গরু নিখোঁজ আছে।
যাদের গরু মারা গেছে তারা হলেন, স্বজন গ্রামের হাই ধর মিয়া এক টি, সায়েদ মিয়া একটি, নজরুল মিয়ার একটি সলমান মিয়ার একটি আমির উল্লা একটি,৷ রুহিতনসী গ্রামের হামিদ মিয়া একটি রুহি আঃ, নুর মিয়ার একটি একটি গরুর মালিক পাওয়া যায়নি।
এলাকার সাধারণ মানুষ প্রশাসনের নিকট দাবি এই সুতাং নদী পাড়াপাড়ের জন্য একটি ব্রিজ নির্মানের জন্য।
কৃষক রহমত উল্লা মুরাদ বলেন কৃষকের প্রায় ৭/৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।
এ ব্যাপারে লাখাই ১ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন বলেন, আমি জানতে পেরেছি আমি উপজেলা নির্বাহী অফিসার কে জানাব।
Leave a Reply