সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে নদীর পানিতে ডুবে নিখোঁজের তিন দিনপর নদীতে ভেসে উঠেছে মারজান আহমদের মরদেহ। আজ সোমবার সকালে নদীতে ভাসমান পাওয়া গেছে পানিতে ডুবে নিখোঁজ মারজান আহমদের মরদেহ। গত শনিবার (২৪ মে) বাড়ির পাশের নদীতে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয় মারজান আহমদ। ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহ সারাদিন তার স্বজনরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। মারজান আহমদ(১৫) উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের মুলতানপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র। নিখোঁজের পরথেকে স্বজনরা তাকে উদ্ধারের প্রানন্তর চেষ্টা করেও উদ্ধার করতে পারেন নি। আজ সোমবার (২৬ মে ) সকাল অনুমান ৫.০০ ঘটিকার সময় নদীতে মারজান আহমদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন সকালে নদী থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply