সর্বদা প্রফুল্ল চিত্তে চলতে পারলে লাগে ভালো, কিন্তু, তা যায় কি চলা অনবরত আসে কালো। অঝোর ধারায় বৃষ্টি পড়লে মিষ্টি মধুর লাগে ক্ষণ, দুঃখ যদি বিরামহীন কেমনে বাঁচে সেই জীবন। আঁকাবাঁকা রাস্তা ভেঙে পাড় হওয়া কঠিন কাজ, সংসার হলে এলোমেলো সতত পড়ে মাথায় বাজ। অনবরত ধিক্কার যদি আসতেই থাকে থামে না, তাহলে
আরও পড়ুন.....