1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

অসময়ে পানি বৃদ্ধি, যমুনার গর্ভে ১০ বসতভিটা

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৫ ভিউ

জামালপুরেরর মাদারগঞ্জে অসময়ে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে পাকরুল এলাকায় আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের আশঙ্কায় নদীর তীরবর্তী পরিবারগুলো বসতঘর অন্য জায়গায় সরিয়ে নিচ্ছেন। সাধারণত বর্ষা মৌসুমে ভাঙন দেখা গেলেও এবার তার ব্যতিক্রম হচ্ছে।

 

ভাঙনে ১০টি বসতভিটা নদীতে বিলীন হয়েছে। মারাত্মক ভাঙনঝুঁকিতে রয়েছে হিদাগাড়ী কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ন প্রকল্পের শতাধিক ঘরসহ কবরস্থান ও পাকা মসজিদ; যা নদী থেকে মাত্র ৫০ গজ দূরে।স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছরেও নদীভাঙন রোধে স্থায়ীভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সরকার। যার ফলে গোটা একটি এলাকা নদীগর্ভে চলে গেছে। আবার সাময়িক নদীভাঙন রোধে যে প্রকল্প দেওয়া হয়েছিল তা সঠিকভাবে বাস্তবায়ব হয়নি। নামমাত্র নদীতে জিও ব্যাগ ফেলে আওয়ামী লীগের কয়েকজন নেতা ও স্থায়ীয় প্রভাবশালীরা ওইসব প্রকল্পের টাকা নয়ছয় করেছে। যমুনার ভাঙন রোধে দ্রুত স্থায়ী কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

সরজমিনে দেখা যায়, ভাঙন আতঙ্কে নদীপারের লোকজন দিন পার করছেন। বাপ দাদার শত বছরের ভিটে ছেড়ে ঘরবাড়ি ভেঙে চলে যাচ্ছেন অন্যত্র।

 

পাকরুল এলাকার সুরুজ মন্ডল বলেন, আস্তে আস্তে নদী আমার ঘরের কাছে চলে এলো। তাই বাধ্য হয়ে ঘরবাড়ি ভেঙে দূরে চলে যাচ্ছি। বাপ দাদার শত বছরের চিহ্নটুকু আর রইলো না।

 

স্থানীয় ইউপি সদস্য আহাজ উদ্দিন ফকির জানান, অসময়ে আবার নদীভাঙন শুরু হয়েছে। এতে কয়েকদিনে ১০ বসতভিটা নদীগর্ভে চলে গেছে। দ্রুত স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে মানচিত্র থেকে একবারে হারিয়ে যাবে আমাদের গ্রাম।

 

পানি উন্নয়ন বোর্ড জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, পাকরুল এলাকায় যমুনা নদীর ভাঙন ঠেকাতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সম্প্রতি সেই প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। খুব শিগগিরই প্রণয়ন করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com