এস কে কাওছার আহমেদ,আজমিরীগঞ্জ।। আজমিরীগঞ্জে ৮ লিটার চোলাই মদসহ গিয়াস উদ্দিন নামে একজন কে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ মে) সন্ধ্যায় আনুমানিক সাড়ে পাঁচটায় পৌরসদরের ভাটি সমীপুর (নৌ ফায়ার সার্ভিস) এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক গিয়াস উদ্দিন উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহমুদপুর গ্রামের সঞ্জব আলী মিয়ার পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিক্তিতে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. শাহারিয়ার আলমের নেতৃত্বে একদল পুলিশ আজমিরীগঞ্জ-কাকাইলছেও রোডে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।
স্থানীয়র সুত্রে আরো জানাগেছে, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্নস্থান থেকে চোলাইমদ সংগ্রহ করে আজমিরীগঞ্জ সদরসহ বিভিন্নস্থানে মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছিলো।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, ৮ লিটার চোলাই মদসহ গিয়াস উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদ্রকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply