স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতি কন্যা, কারাতে খেলোয়াড় ও প্রশিক্ষক রাবেয়া সুলতানা মিম ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন। মিরপুর সোহরাওয়ার্দী শহীদ ইনডোর স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ১০ মে এই প্রতিযোগিতায় কব্যক্তিগতশ্রেণিতে স্বর্ণপদক জিতেন। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এই অসাধারণ সাফল্যের মাধ্যমে তিনি চুনারুঘাট তথা সারা দেশের ক্রীড়াঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। রাবেয়া সুলতানা মিম দীর্ঘদিন ধরে কারাতে চর্চা করে আসছেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করেছেন। তাঁর কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের ফলেই এই স্বর্ণপদক অর্জন সম্ভব হয়েছে। এরআগে ২০১৮ সালেও তিনি স্বর্ণপদক অর্জন করেন। স্বর্ণপদক জয়ের পর এক অন্যরকম অনুভূতির কথা জানালেন রাবেয়া সুলতানা মিম। মিম বলেন, এই স্বর্ণ পদক শুধু আমার একার নয়- এটা আমার মা-বাবার, আমার প্রশিক্ষকদের, আমার এলাকাবাসীর, যারা সবসময় পাশে ছিলেন, অনুপ্রেরণা দিয়েছেন তাদের সকলের।
Leave a Reply